বেনীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ডিকন সাগর জেমস্ তপ্ন’র যাজকীয় অভিষেক অনুষ্ঠান

বিশপ জের্ভাস রোজারিও’র সাথে নব অভিষিক্ত ফাদার সাগর জেমস্ তপ্ন

গত ২৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, বেনীদুয়ার যিশুর পবিত্র হৃদয় ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ডিকন সাগর জেমস্ তপ্ন এর যাজকীয় অভিষেক অনুষ্ঠান।

এ অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মপ্রদেশ ও ধর্মপল্লী থেকে আগত ৫০ জন ফাদার, ২ জন ডিকন, ২৭ জন সিস্টার এবং প্রায় ১২০০ এর অধিক খ্রিস্টভক্তগণ।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও তাঁর উপদেশ বাণীতে বলেন,“আজ আমি বেনীদুয়ার ধর্মপল্লীর ভক্তজনগণকে অনুরোধ করি, তারা যেন আমাদের এই নব অভিষিক্ত যাজকের জন্য প্রার্থনা করেন, সে যেন একজন আদর্শ যাজক হিসেবে জীবনের শেষ পর্যন্ত বিশস্থ থাকতে পারেন।”

তিনি আরো বলেন, “দীক্ষাস্নানের গুণে আমরা সবাই যাজক। যাজকত্বকে আমরা চর্চা করতে পারি সাক্রামেন্তীয় যাজকদের সঙ্গে যুক্ত থেকে। যাজকত্ব হলো ঐশ আহ্বান। ঈশ্বরই একজন যাজককে তার কাজের জন্য মনোনীত করেন, বেঁছে নেন এবং উপযুক্ত করে গড়ে তোলেন।”

যাজকদের বিশেষত্ব হচ্ছে পাপকে জয় করে ঈশ্বরের ইচ্ছাকে এ জগতে বাস্তবায়ন করা। যাজকদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নিজে পবিত্র থেকে অন্যদেরকে পবিত্র করে তোলা”, বলেন বিশপ রোজারিও।

নব অভিষিক্ত ফাদার সাগর জেমস্ তপ্ন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “মহাযাজক যিশুর হয়ে সরাসরি কাজ করার দায়িত্ব পাওয়াটা সত্যিই আমার কাছে অনেক আনন্দের বিষয়। যাজক অভিষেকের মধ্যদিয়ে সত্যিকারভাবেই যিশুময় জীবন পরিচালনা করার সুযোগ পাওয়াটা সত্যি আনন্দের।”

আজ আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আমার পিতা-মাতা, ভাইবোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বিশপ, পরিচালকগণ, ফাদার-সিস্টারগণ এবং আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান”, নব অভিষিক্ত ফাদার সাগর জেমস্ ।

বেনীদুয়ার ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমরা বেনীদুয়ার ধর্মপল্লীর সকল ফাদার, সিস্টার, প্রার্থনা পরিচালক ও খ্রিস্টভক্তগণ সকলেই আনন্দিত। যারা এই নব অভিষিক্ত ফাদার জেমস্ সাগর তপ্নকে এ পর্যন্ত আসতে বিশেষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।”

পবিত্র যাজকাভিষেক উপলক্ষে সকলের আন্তরিক সহযোগিতায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত; আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু স্মরণিকা প্রকাশের ক্ষেত্রে নয়, আপনাদের সহযোগিতায় অন্যান্য পরিসরেও বেনীদুয়ার ধর্মপল্লী সহযাত্রিক মণ্ডলী হবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরম করুণাময় পিতা ঈশ্বর, নব অভিষিক্ত যাজক জেমস সাগর তপ্নকে প্রচুর আশির্বাদ করুন”, বলেন ফাদার কোড়াইয়া। - আরভিএ সংবাদ