নাগরী খ্রিষ্টান যুব সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ফাদার উইস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

নাগরী খ্রিষ্টান যুব সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ফাদার উইস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

গত ২২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, নাগরী খ্রিষ্টান যুব সমিতির আয়োজনে মিশন মাঠে অনুষ্ঠিত হলো ফাদার উইস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।

এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী খ্রীষ্টান কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লি:, এর ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল ডেনিস রোজারি।

অন্যদিকে গেষ্ট অব অনার  হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, কাককোএর চেয়ারম্যান টুটুল রড্রিক্স

দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই দুইটি দল হচ্ছে ধনুন ভূরুরলিয়া গ্রাম। এতে ভূরুরলিয়া গ্রামের বিরুদ্ধে তিন -শূণ্য গোলে জয় তুলে ধনুন অর্থাৎ ফাইনালে চ্যাম্পিয়ন হয় ধনুন গ্রাম

খেলায় পৃষ্টোপোষকতা করেন নাগরী ধর্মপল্লীর ফাদার খোকন গমেজ, ঢাকা ক্রেডিট এর বোর্ড ডিরেক্টর শিপন রোজারিও, সুমন জেমস্ ডিকস্তা, প্রত্যেশ রাংসাসুপারবাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ ,সদস্য পংকজ লরেন্স কস্তা, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস গমেজসহ নাগরী খ্রিষ্টান যুব সমিতি উপদেষ্টাবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলার পূর্বে ফাদার উইস এর সমাধিতে বর্তমান নাগরী খ্রিষ্টান যুব সমিতি সভাপতি হিমেল পিউরীফিকেশন অতিথি বৃন্দ শ্রদ্ধা জানান। জাতীয় পতাকা উত্তোলন নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু করা হয়।

অনেক বছর ধরে ফাদার এর স্নৃতি সরনে ফুটবল টুর্নামেন্ট নাগরী মিশনের ঐতিহ্য বহন করছে যুগযুগ ধরে। মাঠে এতো দর্শক আগে কখোনই দেখিনী, বলেন  নাগরী মিশনের পাল-পুরোহিত শ্রদ্বেয় ফাদার খোকন গমেজ।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ বলেন, “আপনারা এই খেলার আয়োজন করেছেন, আমরা আপনাদের সাথে আছি। ঢাকা ক্রেডিট যুবসমাজের সকল উন্নয়নমূলক কাজে পাশে ছিলো, আছে এবং থাকবে। ঢাকা ক্রেডিট সবসময় যুবকদের খেলাধুলা এবং পড়ালেখায় উৎসাহিত করে।

ভূরুলিয়া ধনুনের ফাইনাল খেলাটি দুই দুই গোলে থাকায় ট্রাইবেকারে ধনুন গ্রাম তিন শূন্য গোলে জয় লাভ করে।

খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। - ডিসিনিউজ