পোপ ফ্রান্সিস: পাল-পুরোহিতদের অনুরোধ জানিয়েছেন খ্রিস্টভক্তদের মধ্যে পবিত্র আত্মার দেওয়া দানকে সম্মান করার জন্য

রোমের অদূরে Fraterna Domus in Sacrofano নামক স্থানে বিশ্ব পাল-পুরোহিতদের সম্মেলন

গত এপ্রিলের ২৮ থেকে ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ,  পোপ ফ্রান্সিস রোমে বিশ্ব পাল-পুরোহিতদের সম্মেলনে “সত্যিকার যাজক হিসেবে অন্যদের উপর প্রভাব না খাটিয়ে আনন্দের অভিজ্ঞতা উপভোগ” করার আহ্বান জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস পাল-পুরোহিতদের অনুরোধ জানিয়েছেন খ্রিস্টভক্তদের মধ্যে পবিত্র আত্মার দেওয়া অনুগ্রহ দানকে সম্মান করার জন্য।

রোমের অদূরে Fraterna Domus in Sacrofano নামক স্থানে এই বিশ্ব পাল-পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই সম্মেলনে সারা বিশ্ব থেকে ৩০০শত পাল-পুরোহিত অংশ নিয়েছিলেন। পোপ ফ্রান্সিস যাজকদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, “ধর্মপল্লী ভক্ত সম্প্রদায়ের জন্য হতে হবে একটা দীক্ষার স্থান এবং যেখান থেকে তারা বেড়িয়ে পড়বেন প্রৈরিতিক কাজে আর পুনরায় ফিরে আসবেন আনন্দ সহকারে।”

পোপ ফ্রান্সিস বলেন, “আমরা কখনোও সিনোডাল এবং প্রেরণকর্মী হয়ে উঠতে পারবো না, যদি দীক্ষিত হয়ে একই উদ্দেশ্যে মঙ্গলবার্তা প্রচার না করি।”

সিনোডাল মণ্ডলি এবং মিশনারি হয়ে ওঠার জন্য পোপ পাল-পুরোহিতদের তিনটি পরামর্শ দেন। প্রথমতঃ পবিত্র আত্মা ঈশ্বর ভক্তের মধ্যে যে অনুগ্রন দান বুনেছেন- সেসব বিশেষ বিশেষ কর্মে বিনিয়োগ করা। এ ব্যাপারে খ্রিস্টভক্তদের আরোও উৎসাহ প্রদান করতে হবে।

দ্বিতীয়তঃ ধর্মপল্লীতে ভক্ত সম্প্রদায়ের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার শিল্প গড়ে তোলা এবং তৃতীয়তঃ নিজেদের মধ্যে এবং বিশপদের সঙ্গে ভ্রাতৃসূলভ সম্পর্ক বজায় রাখা।

আগামী অক্টোবর দ্বিতীয় সিনোডাল অধিবেশনের প্রস্ততির জন্য বিশ্ব পাল-পুরোহিতদের নিয়ে রোমে এই চারদিনের সমাবেশের আয়োজন করা হয়েছিলো। - ফাদার সুনীল রোজারিও