জুবলী বর্ষে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো যুব দিবস
গত ১০ থেকে ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, জুবলী বর্ষে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের অধিনে বান্দরবানে অনুষ্ঠিত হলো যুব দিবস।
এই যুব দিবসের মূলসুর ছিল, “আশায় আনন্দিত হও” (রোমীয় ১২:১২)। এই যুব দিবসে প্রায় ২৩০জন যুবা ভাই-বোনেরা অংশগ্রহন করেন।
যুব ক্রশ স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের যুবদের তীর্থযাত্রা। চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি উদ্বোধনী খ্রিস্টযাগ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যুব দিবসের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
মূলসুরের উপর সহভাগিতা করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের আর্চবিশপ আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি, নতুন জগতের বাণী প্রচার এই বিষয়ে সহভাগিতা করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের যুব সমন্বয়কারী মি. মিকি পল গনসালভেছ, বাইবেলের আলোকে ধর্মশিক্ষা নিয়ে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের পালকীয় সমন্বয়কারী মি. মানিক উইলভার ডি’কস্তা সহভাগিতা করেন।
এছাড়াও সফলতার গল্প: তুমিও পারো এই সেশনে সহভাগিতা করেন ফ্রিল্যান্সিং কোম্পানি বেনউইল’র স্বত্বাধিকারী মি. পল রাফায়েল গমেজ ও বাংলাদেশে কাথলিক মন্ডলীর যুব গঠন কার্যক্রমের নবায়ন এই বিষয়ে সহভাগিতা করেন এপিসকপাল যুব কমিশন এর যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু, সিএসসি।
এছাড়া অংশগ্রহনকারীরা বান্দরবানের ৪টি পাড়া (হাতিভাঙ্গা পাড়া, সিনাই পাড়া, আন্তা পাড়া ও জর্দান পাড়া) পরিদর্শন করেন এবং পাড়াবাসীদের সাথে খ্রিস্টযাগে অংশগ্রহন করেন।
যুব দিবসের শেষ দিনে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ভিকার জেনারাল ফাদার টেরেন্স রড্রিক্স পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গের মধ্যদিয়ে এইবছরের যুব দিবসের সমাপনী ঘোষনা করেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের যুব সমন্বয়কারী মি. মিকি পল গনসালভেছ, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের সহ যুব সমন্বয়কারী ফাদার সুমন পিটার কস্তা সিএসসি, ডন বস্কো হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন সিএসসি।- ফ্লেভিয়ান ডি’কস্তা