সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার

ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের প্রার্থনা পরিচালক দম্পতিদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ দম্পতি সেমিনার

গত ৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের প্রার্থনা পরিচালক দম্পতিদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ দম্পতি সেমিনার।

এই সেমিনার পরিচালনা করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশন। এতে সর্বমোট ২৩ জোড়া দম্পতি অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা।

প্রার্থনা পরিচালক দম্পতিদের বিবিধ চ্যালেঞ্জ সম্পর্কে সহভাগিতা করতে গিয়ে ধর্মপল্লীর নারায়নপুর গ্রামের প্রার্থনা পরিচালক দম্পতি বলেন, “সংসারে নানা অভাব-অনটন থাকলেও আমরা দু’জন সর্বদা ঈশ্বরের উপর গভীর বিশ্বাস নিয়ে বিগত দিনগুলিতে জীবন যাপন করে আসছি। ঈশ্বরের এই দয়া দানের জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই।”

অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের প্রার্থনা পরিচালক দম্পতি তাদের পারিবারিক জীবন সহভাগিতায় বলেন, “দৈনিক পারিবারিক প্রার্থনা ও রবিবাসরীয় প্রার্থনা পরিচালনার ক্ষেত্রে আমরা কখনও অবহেলা করিনি। এজন্য ঈশ্বর যে আমাদের প্রতিটি কাজে সহায় থাকেন সেটি আমরা উপলব্ধি করতে পারি।”

অংশগ্রহণকারী দম্পতিদের পরিবার জীবন সহাভাগিতা শুনে ফাদার পল পিটার কস্তা কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “নিজ নিজ গ্রামে রবিবাসরীয় উপাসনা পরিচালনার জন্য স্বয়ং ঈশ্বরই আপনাদের বেঁছে নিয়েছেন। তাই এই কাজে বিশ্বস্ত থেকে আপনারা ঐশ অনুগ্রহে ধন্য হওয়ার সুযোগ পেয়েছেন।”

উন্মুক্ত আলোচনা ও সাংষ্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উক্ত সেমিনারের পরিসমাপ্তি ঘটে। - ফাদার উত্তম রোজরিও