খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো খ্রিস্টিয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গত ২১ থেকে ২৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো খ্রিস্টিয় উপাসনা সঙ্গীতের প্রশিক্ষণ কর্মশালা।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার সুরেশ পিউরীফিকেশন, সেক্রেটারি ফাদার লিংকন কস্তা, উপাসনা সঙ্গীতের প্রশিক্ষক ও সিস্টারসহ প্রায় ৭০জন অংশগ্রহণকারী।
এই খ্রিস্টিয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ সেমিনারে বাংলা, সাঁন্তালী, উরাও ও পাহাড়িয়া সঙ্গীতের পাশাপাশি সামসঙ্গীতের প্রশিক্ষণও দেওয়া হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বিশপ তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমরা যেন উপাসনা সঙ্গীত শুদ্ধভাবে করি। সঙ্গীতের মধ্য দিয়ে উপাসনা যেন খ্রিস্টের আলো, বিশ্বাস, মিলন ও একতার উৎসব হয়ে উঠে।”
প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন ফাদার সুরেশ পিউরীফিকেশন। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “উপাসনা হল মণ্ডলীর প্রাণ। উপাসনা সঙ্গীত উপাসনাকে আরও বেশি অর্থপূণ ও ভাবগাম্ভির্যপূর্ণ করে তোলে।”
ফাদার লিংকন কস্তা বলেন, “উপাসনার মধ্যে খ্রিস্টযাগ হলো সর্বোচ্চ ধর্মক্রিয়া; তাই উপাসনার গান যেন আমরা যথাযথভাবে শিখি।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী পাট্রিশিয়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা অনেক উপাসনা সঙ্গীত শিখতে পেরেছি। ধর্মপল্লীতে ফিরে গিয়ে অন্যদের শিখাতে পারবো।” - ফাদার সুরেশ পিউরীফিকেশন