কলকাতার টালিগঞ্জ শান্তি রাণী গির্জায় উদযাপিত হল তালপত্র রবিবার

আজ, ১৩ এপ্রিল, টালিগঞ্জ বাঁশদ্রোনির শান্তি রাণী গির্জায় মহা সমারোহে পবিত্র তালপত্র রবিবারের মহা খ্রীষ্টযাগ উদযাপিত হল। সকাল ৭ টা ৩০ মিনিটে গির্জা প্রাঙ্গনে সমবেত ভক্তমন্ডলীর সামনে উদ্বোধনী প্রার্থনা ও তালপত্র আশীর্বাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফঃ রাজেন সিং ও ফঃ প্রশান্ত কুল্লু।
এরপর তালপত্র হাতে নিয়ে শোভাযাত্রা সহকারে প্রচলিত গান ,'খেজুর পাতা হাতে নিয়ে ইহুদীরা মহোল্লাসে, হোসান্না হোসান্না, বলে’ গান গাইতে গাইতে সবাই গির্জা ঘরে প্রবেশ করেন। এরপর দিনের মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়।
উল্লেখ্য, খ্রীষ্টীয় ক্যালেন্ডারে ‘তালপত্র রবিবারের’ বিশেষ গুরুত্ব আছে। ইস্টার সানডের আগের রবিবার এই পার্বন পালন করা হয়। এই দিনটি থেকে পুণ্য সপ্তাহের সূচনা হয়।
ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী যীশু বিজয় গৌরবে গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেন। রাস্তার দুই পাশের লোকেরা গায়ের চাদর, কাপড় পথের উপর পেতে দিয়ে খেজুর গাছের ডাল পাতা নেড়ে যীশুকে অভিবাদন জানান।
সেই প্রতীকী দিনটিকে স্মরণ করেই আজকের এই অনুষ্ঠান। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার রাজেন সিং। যীশুর যাতনাভোগ কাহিনী পুরোহিতের সঙ্গে সুন্দর ভাবে উপস্থাপন করে ধর্মপল্লীর যুববৃন্দ।
উপদেশে ফাদার রাজেন, মার্টিন লুথারের প্রসঙ্গ টেনে বলেন, “মৃত্যু ভয় আমাদের আতঙ্কিত করে, দুর্বল করে কিন্তু যখন আমরা মহৎ কাজ করি, তখন মৃত্যু ভয় আর থাকে না। যীশু আমাদের জন্য প্রাণ সমর্পণ করেছিলেন। মৃত্যুকে জয় করেছিলেন,"।
সব শেষে জয়ন্তী প্রার্থনা সমবেত ভাবে পাঠ করার পর বিশেষ আশীর্বাদ দানের মধ্য দিয়ে খ্রীষ্টযাগ সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলীপ মজুমদার। আরতি ও কয়ারের সুন্দর গান পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছিল। প্রতিবেদন – চন্দনা রোজারিও।