মিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ
গত ৭ থেকে ৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়াস্থ মিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ।
বোর্নী সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপি নতুন কারিকুলামে শিক্ষাদান বিষয়ক বিষয়ভিত্তিক (বাংলা, গণিত ও ইংরেজী) প্রশিক্ষণ। এতে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় ৬৫ জন শিক্ষক অংশগ্রহন করেন।
দুই দিনব্যপি এই নতুন কারিকুলামে শিক্ষাদান বিষয়ক বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার দিলীপ এস কস্তা।
এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সুশান্ত ডি’ কস্তা, সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি, বোর্ণী ও ফাদার যোহন মিন্টু রায়, প্রধান শিক্ষক, সেন্ট লুইস প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়।
উক্ত প্রশিক্ষণে, স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকমন্ডলিকে উদ্দেশ্য করে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায় বলেন, “প্রশিক্ষণ গ্রহণ কষ্টকর কিন্তু এর ফল সুমিষ্ট, আজকে যা শিখবেন আগামীকাল তা ফলপ্রসুভাবে শিখাতে পারবেন। তাই সকলকে আহ্বান জানাই উন্মুক্ত মনে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।”
প্রধান অতিথী ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণের আয়োজন করা একটা সুন্দর উদ্যোগ । আপনরা এই প্রশিক্ষণে এসেছেন তাই আপনাদেরকে সু-স্বাগত জানাই। এখান থেকে যা কিছু শিখবেন যার যার স্কুলে ফিরে গিয়ে তা শিশুদের শিখাবেন।”
সেন্ট যোসেফস্ স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষক শিল্পী ক্রুশ বলেন, “আমরা দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ পেয়ে অনেক উপকৃত হলাম। ভবিষ্যতে এমন প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত থাকলে শিক্ষকদের শিক্ষা প্রদানের মান উন্নয়নে অনেক অবদান রাখবে বলে আমি মনে করি।”
উক্ত প্রশিক্ষণে মোট ৮টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে সেগুলো হলো, সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয় (বোর্ণী), সেন্ট লুইস প্রাখমিক বিদ্যালয় (মানগাছা), সেন্ট যোসেফ প্রাথমিক বিদ্যালয় (বনপাড়া), কুমরুল প্রাথমিক বিদ্যালয় (বনপাড়া), ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় (বনপাড়া),
এছাড়াও ছিল ডন বক্সো স্কুল (ঝরা-গোপালপুর), মরিয়ম শিশু নিকেতন (নাটোর), সেন্ট রীটাস প্রাথমিক বিদ্যালয় (মথুরাপুর), কাতুলি প্রাথমিক বিদ্যালয় (মথুরাপুর), জগতলা প্রাথমিক বিদ্যালয় (মথুরাপুর) ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল (ফৈলজনা)। - ফাদার যোহন মিন্টু রায়