গোপালপুর ধর্মপল্লীর প্রতিপালিকা স্বর্গোন্নীতা কুমারী মারিয়ার পর্ব উদযাপন
গত ১৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত গোপালপুর ধর্মপল্লীতে মহাসমারোহে পালিত হলো ধর্মপল্লীর প্রতিপালিকা স্বর্গোন্নীতা কুমারী মারিয়ার মহাপর্ব।
ধর্মপল্লীর পর্ব দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার, ডিকন এবং ধর্মপল্লীর বিভিন্ন মফস্বল গ্রাম থেকে প্রায় ৮০০ জন খ্রিস্টভক্ত এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বিশপ তার উপদেশ বাণীতে বলেন, “আজ আমরা মা মারীয়ার স্বর্গোন্নয়ন পর্ব পালন করছি। আমরা জানি যে, কুমারী মারীয়া ঈশ্বরের বিশেষ অনুগ্রহে ঈশ্বরপুত্রের মা হবার আহ্বান পেয়েছিলেন। মুক্তিদাতার মা হওয়া সহজ ব্যাপার নয় জেনেও তিনি ঈশ্বরের এই আহ্বানে পরিপূর্ণ সম্মতি দিয়েছিলেন।”
“কুমারী মারীয়ার গোটা জীবনে ঈশ্বরের ইচ্ছার প্রতি বিশ্বস্ত ছিলেন। তারই পুরস্কারস্বরূপ তিনি সগৌরবে স্বর্গোন্নীতা হয়েছেন,” বলেন বিশপ জের্ভাস।
এই দিনে ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের নিয়ে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও’র জন্ম দিন পালন করা হয়। - ফাদার লিন্টু আরেং, ওএমআই