বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সংস্থা কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন

গত ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সংস্থা কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন এনেছে।
কারিতাস বাংলাদেশ এর সাধারণ পরিষদের ১১২তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয় যে, সংস্থার পরিচালক (কর্মসূচি) মি. দাউদ জীবন দাশকে ৯ম নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। এটি কার্যকর হবে ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে।
অন্যদিকে মি. দাশ সংস্থার বর্তমান নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও’র স্থলাভিষিক্ত হবেন। মি. রোজারিও বিগত চার বছর যাবত দক্ষতার সাথে নির্বাহী পরিচালক হিসেবে সংস্থাকে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দীর্ঘ ৩৩ বছর কারিতাস বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবাদান করে ৩০ জুন অবসরে যাবেন।
মি. দাউদ জীবন দাশ ২০০৭ খ্রিস্টাব্দ থেকে কারিতাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবা দিয়ে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য : তিনি ২০১৬ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে এবং জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজের ওপর স্নাতক ডিপ্লোমা অর্জন করেন।
উল্লিখিত সাধারণ সভায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব ম্রংকে কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) হিসেবে মনোনীত করা হয়। মি. ম্রং ৩০ এপ্রিল ২০১৪ খ্রিস্টাব্দ থেকে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ খ্রিস্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সেবা দিয়ে আসছেন।
একই সভায় কারিতাস বাংলাদেশ এর ট্রাস্ট কোর-দি- জুট ওয়ার্কস্ এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মিস্ রীতা রোজলিন কস্তাকে। তিনি ডাটা কনসালটেন্সি নামক সংস্থায় পরিচালক-অপারেশনস এন্ড কানসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ব্র্যাক সংস্থায় প্রোগ্রাম কোÑঅডিনেটর ও কমিউনিটি এমপাওয়ার প্রোগ্রামে ২০১০ থেকে ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত সেবা দিয়েছেন। তিনি ব্র্র্র্যাক সংস্থায় যোগদানের পূর্বে কারিতাস বাংলাদেশে জেন্ডার এন্ড ডেভলপমেন্ট প্রোগ্রামে প্রজেক্ট কো-অডিনেটর হিসেবে সেবা দিয়েছিলেন।
কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিওকে তাঁর দীর্ঘসময় ব্যাপী সেবা ও নেতৃত্ব প্রদানের জন্য সংস্থার সকল পর্যায়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো এবং নতুন স্থলাভিষিক্ত জনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো। - কারিতাস ইনফরমেশন ডেস্ক