পোপীয় মিশনারী উচ্চতর কমিটির সদস্য হিসাবে মনোনিত আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ
গত ২৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, পোপীয় মিশনারী উচ্চতর কমিটির সদস্য হিসেবে মনোনিত হলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ও.এম.আই।
পরম শ্রদ্ধেয় কার্ডিনাল লুইস আন্তনিও তাগলে সহযোগী প্রিফেক্ট, বিশ্বাস বিস্তার সংস্থা এবং পোপীয় মিশনারী উচ্চতর কমিটির প্রেসিডেন্ট এই বার্তা ঘোষণা করেন।
ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ও.এম.আই মহোদয়কে পাঁচ বছরের (২০২৪ - ২০২৯) জন্য পোপীয় মিশনারী উচ্চতর কমিটির সদস্য হিসাবে মনোনিত করেছেন।
আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ ৯ ফেব্রুয়ারি ১৯৫৬ খ্রিষ্টাব্দে পুরান তুইতালে জন্মগ্রহণ করেন। তিনি যাজকীয় অভিষেক লাভ করেন ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ খ্রিষ্টাব্দে।
তিনি ১৯ ফেব্রুয়ারি ২০০৫ খুলনার বিশপ হিসেবে ঘোষিত হয়ে একই বছরের ৬ মে তারিখে বিশপীয় পদে আসীন হন।
পরবর্তীতে ৮ জুলাই ২০১১ খ্রিষ্টাব্দের সিলেট ধর্মপ্রদেশের মনোনীত হওয়ার পর একই বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।
অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ পোপ ফ্রান্সিস সিলেটের বিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআইকে ঢাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ হিসেবে নিযুক্ত করেন।
তিনি অবলেট সম্প্রদায়ের একজন যাজক হিসেবে ব্রতীয় জীবনে প্রবেশ করেন । খ্রিস্টভক্তদের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে তাঁর শুভ কামনা করি। - আরভিএ সংবাদ