যীশুর পবিত্র হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল শিশুমঙ্গল দিবস

গত ২০ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, বেনীদুয়ার যীশুর পবিত্র হৃদয়ের ধর্মপল্লীতে শিশুদের নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু এবং এনিমেটর মিলে প্রায় ২৭৫জন অংশগ্রহণ করে।
এই শিশুমঙ্গল দিবসে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, ফাদার বিনেশ তিগ্যা, সিস্টার, পালকীয় পরিষদের সদস্য, গ্রামের নেতৃবর্গগন।
২১ ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরী ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শিশুদের উদ্দেশ্যে ফাদার বিনেশ তিগ্যা মূলসুরের ওপর আলোচনা করেন।
তিনি বলেন, “শিশুরা আমাদের দেশ ও মণ্ডলীর ভবিষ্যত। শিশুদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, পরিবার ও সমাজে শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত। তাই শিশুদের যত্নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, “শিশুরা যেন ভালোভাবে পড়াশুনা ও প্রার্থনা করে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।”
একজন শিশু তার মনের কথা ব্যক্ত করে বলেন, “এই শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। অন্যদের মত আমিও প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি। প্রত্যাশা রাখি ভবিষ্যতেও যেন এরকম আরোও অনুষ্ঠান করা হয়।”
দিনের কার্যক্রমের মধ্যে ছিলো শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ। - ফাদার বিনেশ তিগ্যা