কলকাতার ভিয়ানি হোমে সাধু জন মেরী ভিয়ানির পার্বন দিবস

কলকাতার ভিয়ানি হোমে সাধু জন মেরী ভিয়ানির পার্বন দিবস

০৪ আগস্ট ২০২৪, কলকাতার ভিয়ানি হোমে  সম্মিলিত খ্রীষ্টযাগের মধ্য দিয়ে  সাধু জন মেরী ভিয়ানির মহা পার্বণ দিবস উদযাপিত হল।

পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কলকাতা মহা ধর্মপ্রদেশের ভিকার  ফঃ ডমিনিক  গোমেস, ভিয়ানি হোমের ফঃ মার্টিন,ফঃ জয় রাজ বাবু,এফ এ বি সি র  প্রধান সচিব ফঃ জর্জ প্লাথোটাম এস.ডি.বি ও আর্চ বিশপ হাউসের ফঃ শ্যামেশ্বর রানা। পৌরহিত্য করেন ফঃ ডমিনিক।

হোমের অসুস্থ পুরোহিতদের জন্য এই পবিত্র খ্রীষ্টযাগের আয়োজন করেন হোমের ভারপ্রাপ্ত , প্রভিডেন্স সিস্টারগণ।যদিও ১  আগস্ট কলকাতার  মহা ধর্মপাল সহ ডায়সেশন পুরোহিতগণ ঝাড়গ্রামের 'হোলি ট্রিনিটি' গির্জায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে  "জন মেরি ভিয়ানি ডে" সাড়ম্বরে পালন করেন।

সাধু জন মেরী ভিয়ানি সকল পালপুরোহিত দের আদর্শ ও আরাধ্য সাধু  বলে পরিচিত। পরার্থে সেবাই যার জীবনের আদর্শ।

উপদেশে সাধু ভিয়ানির জীবানাদর্শ উল্লেখ করে ভিয়ানি হোমে সেবারত সিস্টারদের কর্মনিষ্ঠার  প্রশংসা করেন ও অসুস্থ পুরোহিতদের প্রতি নিঃস্বার্থ ভালবাসা , যত্ন পরিচর্যার জন্য ধন্যবাদ জানান। আশীর্বাদ প্রার্থনা করেন।

খ্রীষ্টযাগের শেষে পুষ্পস্তবক দিয়ে অতিথি পুরোহিতদের বরণ করা হয়। সকলের জন্য জলখাবারের আয়োজন করা হয়। গান- প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান নতুন মাত্রা নেয়।-চন্দনা রোজারিও