লক্ষ্মীবাজার গীর্জায় মারীয়ার সেনা সংঘের পর্ব দিবস পালন

গত  ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, পবিত্র ক্রুশ ধর্মপল্লী লক্ষ্মীবাজারে মহাসামারোহে পালিত হলো মা-মারীয়ার জন্মদিন ও মারীয়া সেনা সংঘের পর্ব  ।

পর্বীয় পবিত্র খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন মারীয়া সেনা সংঘের পরিচালক শ্রদ্ধেয় ফাদার এলিয়াস পালমা  সিএসসি এবং সহোর্পিত করেন লক্ষ্মীবাজার ধর্মপল্লীর সহকারী পালক পুরোহিত ফাদার নিত্য এক্কা সিএসসি।

উপদেশ বাণীতে ফাদার এলিয়াস পালমা বলেন যে , মারীয়া হলো সকল মায়ের শিরোমনি । তিনি তার সন্তানদের তার ভালোবাসার বাহু দিয়ে আগলে রাখেন। মারীয়ার সেনা এজন্যই বলা হয় কারন এই রোজারী মালার মধ্যে রয়েছে শক্তি যা আমাদের পাপময় জীবন থেকে উদ্ধার করে এবং নতুন করে চলার শক্তি জোগায়। মারীয়া সেনা সংঘের সদস্যগণ যখন একত্রে মায়ের কাছে মিনতি  রেখে প্রার্থনা করেন মা তখন তার সন্তানদের উপর দৃষ্টিপাত করেন। তাইতো মায়ের নামে রোজারী মালা প্রার্থনা করে অনেক মানুষ দুঃখে সান্ত্বনা পায়। আরোগ্য থেকে মুক্তি লাভের আশায় আজও হাজার হাজার মানুষ লুর্দ নগরে যায় প্রার্থনা করতে। মা – মারীয়ার এই কৃপা এবং আর্শীবাদ তার সন্তানগণের উপর আজও সহস্র ধারায় বর্ষন করে যাচ্ছে।

বলা হয়ে থাকে লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশের গীর্জা হলো মা্ মারীয়া সেনা সংঘের সূতিকাগার। অর্থাৎ এই ধর্মপল্লী থেকেই জন্ম হয় মারীয়া সেনা সংঘের যাত্রা ।তাই প্রতি বছর এই পবিত্র ক্রুশের ধর্মপল্লীতে মহাসমারোহে মা – মারীয়ার সেনা সংঘের পর্ব পালন করা হয়ে থাকে।

সেনা সংঘের সদস্য পপি আগ্নেশ বলেন যে , মা – মারীয়ার সেনা সংঘেরে সদস্য হতে পেরে আমি আনন্দিত। কারন এই সংঘের মধ্য দিয়ে মা মারীয়ার কাছে কিভাবে আরো অনেক ভক্তি নিয়ে প্রার্থনা করতে হয় তা আমি আমার হৃদয়ে ধারন করতে পেরেছি এবং প্রার্থনা অনেক শুভ ফল  অঅমি লাভ করেছি।

এছাড়া খ্রিষ্টযাগের পূর্বে মারীয়ার সেনা সংঘের সকল সদস্যদের নিয়ে রোজারী মালা প্রার্থনা করা হয় এবং মা মারীয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

উল্লেখ্য যে, পর্বীয় এই খ্রিষ্টযাগে ঢাকা মহাধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত মারীয়ার সেনা সংঘের প্রায় ৮৮ জন  সদস্যা এই পর্বে যোগদান করেন।