সংলাপের মাধ্যমে আমরা আমাদের নৈতিকতাবোধ এবং আমাদের চিন্তা-চেতনা কে পরস্পরের কাছে পৌঁছে দিতে পারি। আর এই লক্ষ্যেই যদি সংলাপ পরিচালিত হয় তাহলে এই সংলাপের মাধ্যমে আমাদের জীবন হবে সুন্দর এবং সার্থক ।
পাদুয়ার সাধু আন্তনীর জন্ম কিন্তু পাদুয়াতে হয়নি। তাঁর জন্ম হয় পর্তুগাল দেশের রাজধানী লিসবন নগরীতে ১১৯৫ খ্রীষ্টাব্দের ১৫ই আগষ্ট। সংসারে সাধু আন্তনী ছিলেন বয়োজ্যেষ্ঠ সন্তান। তাঁর বাবা মার্টিন দ্য জুঁই ছিলেন বিখ্যাত কুইয়ো বংশের।