পান্ডুয়ার যীশু আশ্রম ধর্মপল্লীতে ধর্মপল্লীর মায়েদের জন্য বিশেষ কর্মশালা

পান্ডুয়ার যীশু আশ্রম ধর্মপল্লীতে ধর্মপল্লীর মায়েদের জন্য বিশেষ কর্মশালা

গত সাত সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে পান্ডুয়ার যীশু আশ্রম ধর্মপল্লীতে ধর্মপল্লীর মায়েদের জন্য কলকাতা মহা ধর্মপল্লীর উইমেন্স সেল এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে একটি এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়

এই কর্মশালায় ধর্মপল্লীর ৮৮ জন মায়েরা অংশগ্রহণ করেন এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কলকাতা আর্জাইসিস এর পক্ষ থেকে সন্ধ্যা বিন সেন্ট এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে অজয় চৌধুরী এবং রোজমেরি গমেজ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার অমূল্য

এই কর্মশালাটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল ধর্মপল্লীর মায়েদের সাবলম্বী করে তোলা সেই লক্ষ্যে মায়েদের স্থানীয়ভাবে মহিলা সমিতি গঠন করার পরামর্শ -দান করা হয় এছাড়া বিভিন্ন ধরনের কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের কথাও তাদের বলা হয় যেমন টেলারিং, মাশরুম চাষ, কিচেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি

মায়েদের  আরও বলা হয় যে তারা যদি এই ধরনের আয়মূলক প্রশিক্ষণগুলি গ্রহণ করতে চান তবে তাদের ধর্মপল্লীর পক্ষ থেকে, কলকাতা মহা ধর্মপল্লীর পক্ষ থেকে এবং সেবা কেন্দ্রের পক্ষ থেকে রকম ভাবে সাহায্য করা হবে। - তেরেসা রোজারিও