অকৃত্রিম বন্ধু – অরণ্য – পরিবেশ ও আমরা

 

মানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধু। অকাতরে অরণ্য নিধন চলছে অহরহ। অরণ্য হটাও, বসতি বানাও, এই বিধানে এই যান্ত্রিক সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মানুষ বোঝে না যে তা নয়। কিন্তু এখনো আমরা বৃক্ষনিধন কর্ম থেকে বিরত হই নি। এটা বন্ধ হওয়া খুবই জরুরী। মানুষকে বুঝতে হবে গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ মানে একটি প্রাণ আর বৃক্ষ হত্যা মানেই নিজেকে হত্যা এই উপলব্ধি দরকারযতদিন না মানুষের মধ্যে এই চেতনা বোধ আসবে ততদিন অরণ্য সংরক্ষণ সত্যি এক কঠিন কাজ বলেই মনে হবে। আসুন আমরা শুনি আমাদের অকৃত্রিম বন্ধু – অরণ্য প্রসঙ্গে কিছু মূল্যবান কথা।