মহাপ্রয়াণে কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) সুক্লেশ জর্জ কস্তা
গত ২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) সুক্লেশ জর্জ কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে আনুমানিক রাত দুইটায় ঢাকায় পরলোকগমন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি কারিতাস বাংলাদেশে ১৯৯৭ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর যোগদান করে বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার প্যাট্রিক গমেজ বলেন, “সুক্লেশ জর্জ কস্তা যেভাবে আমার কাছে বিবেচিত, তিনি ছিলেন আদর্শ পরিবারের সন্তান এবং বহুগুণে গুণান্বিত, একজন সুদক্ষ পরিচালক, গভীর ধর্মবিশ্বাসী, ঈশ্বরবিশ্বাসী ও ধর্মপরায়ন একজন মানুষ।”
ফাদার আরো বলেন, “হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী বাঙ্গালী সবাই স্থান পেয়েছে তাঁর সার্বজনীন অন্তর-ভালবাসায়। শুধু কারিতাস নয়, গোটা বাংলাদেশ মণ্ডলীর জন্য এক বিরাট ক্ষতি। সুক্লেশ, এক বিরল আদর্শ রেখে গেলে তুমি, স্বর্গই হোক তোমার আপন ভূমি, এখন ও অনন্তকাল। ভুলোনা আমাদের তুমি, অমর হয়ে লাখ মানুষের মাঝে থাকবে তুমি। কারিতাস মানে ভালবাসা আর ভালবাসায় সিক্ত তুমি।”
তাঁর আকস্মিক মৃত্যুতে কারিতাস বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত আর তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি রইল গভীর সমবেদনা।
তার এই অকাল প্রয়াণে বাংলাদেশ মণ্ডলীর বিশপস, সকল ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তার এই ভক্ত সেবককে চিরশান্তি দান করুক এবং তার রেখে যাওয়া স্ত্রী-কন্যা ও অন্যান্য গুণগ্রাহীদের দান করুক সান্ত্বনা ও পথ চলার শক্তি, মনোবল। - আরভিএ সংবাদ