ভারতের মণিপুরে অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ
গত ৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে, ক্ষুদ্র পুষ্প তেরেসা গির্জা (বাসন্তী), সিএনআই যাজক এবং সকল খ্রিস্টভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে মণিপুরের অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ করেন।
এই শান্তি সমাবেশর মূল উদ্দেশ্য ছিলো মণিপুরের নিরপরাধ ও অসহায় মানুষদের উপর চলমান অমানবিক ও বর্বরোচিত সহিংসতার বিরুদ্ধে একটি শান্তি মিছিল করা।
মানবতার স্বার্থে বেশ কিছু সংখ্যক মানুষ জড়ো হয়ে তারা পায়ে হেঁটে এই মিছিলে অংশ গ্রহণ করেন।
লোকেরা মূলত স্বেচ্ছায় এই অরাজনৈতিক সমাবেশটিতে যোগদান করেছিলেন এবং ঘটমান নৃশংসতার বিরুদ্ধে হৃদয়ের অন্তস্থল থেকে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ক্ষুদ্র পুষ্প তেরেসা গির্জার (বাসন্তী) পালক পুরোহিত ফাদার সুরজিৎ মিত্র তার বক্তৃতায় জোর দিয়ে বলেন যে, “এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট সমাজের উপর আক্রমণ নয়, এটি সমগ্র মানবতার উপর একটি বেদনাদায়ক এবং অমানবিক অবিচার।“
তিনি সমাজের প্রতিটি সম্প্রদায়কে মানবতার মর্যাদা রক্ষার পক্ষে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসতে অনুরোধ করেন।
গান ও প্রার্থনার মধ্যে দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলটি সমাপ্ত হয়।-
ব্রাদার ঋত্বিক হাজরা