নবাই বটতলা ধর্মপল্লীর অন্তগর্ত খড়িয়াকান্দি গ্রামে নতুন গির্জা উদ্বোধন ও আশীর্বাদ
গত ২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীর অন্তগর্ত খড়িয়াকান্দি গ্রামে নতুন গির্জা উদ্বোধন ও আশীর্বাদ করা হয়।
এই নতুন গির্জীকা উদ্বোধন ও আশীর্বাদ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, সিস্টার এবং গ্রামের প্রায় ৪০০ জন খ্রিস্টভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বিশপ মহোদয়ের উদ্বোধন ভূমিকা, ফিতা কাটা, চাবি হস্তান্তর পর্ব, স্মৃতি ফলক উম্মোচন ও গির্জীকার মূল ফটক খোলার মধ্য দিয়ে উদ্বোধন পর্ব শেষ হয়।
এই নতুন গির্জা আশীর্বাদ অনুষ্ঠানের বিশেষ কয়েকটি দিকের মধ্যে ছিল; পবিত্র জল সিঞ্চন, ধূপনক্রিয়া, আলোক প্রজ্জ্বলনক্রিয়া ও প্রতিপালিকা প্রতিকৃতি স্থাপন।
খ্রিস্টযাগের প্রধান পৌরহিত্যকারী বিশপ জের্ভাস রোজারিও তাঁর উপদেশ বাণীতে কয়েকটি দিক তুলে ধরেন বলেন, মন্দিরের পবিত্রতা, সজ্জিত মন্দিরের সৌন্দর্যের ন্যায় হৃদয় মন্দিরকেও সুন্দর ও পবিত্রতায় সজ্জিতকরণ, রবিবাসরীয় অনুষ্ঠান ও যাজকের উপস্থিতিতে খ্রিস্টযাগে নিয়মিত সক্রিয়তারসহিত অংশগ্রহণ করা, গির্জীকার প্রতিপালিকা স্বর্গোণ্নীতা মারীয়ার পদাঙ্ক অনুসরণে পথ চলা এবং সিনোডাল মণ্ডলি হয়ে উঠা।
বিশপ আরো বলেন, “আমরা সবাই মিলে এই নতুন গির্জার যত্ন নিবো এবং প্রতিদিন ঈশ্বরের মন্দিরে এসে প্রার্থনা করব, যেন আমরা সবাই আলোর পথে চলতে পারি।”
গ্রামের একজন খ্রিস্টভক্ত তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের অনেক দিনের স্বপ্ন আজ পুরন হলো। আমরা গ্রামবাসী সবাই অনেক আনন্দিতস এই নতুন গির্জা পেয়ে, এখন থেকে আমাদের ছেলে-মেয়েরা গির্জামুখি হবে।”- ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন