মহৎ জীবন - ভারতের বীর সন্তান
আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি।
চন্দ্র শেখর তিওয়ারি, চন্দ্র শেখর আজাদ নামেই পরিচিত। ভারতের মধ্যপ্রদেশের ভাওয়রা গ্রামে ২৩ জুলাই ১৯০৬ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। ১৯২২ খ্রিষ্টাব্দে গান্ধী জি’র অসহযোগ আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠেন। তখন তাঁর বয়স ১৫ বছর। সেই বয়সে তিনি যখন ইংরেজদের হাতে ধরা পড়েন এবং কোর্টে তাঁকে তোলা হলে তিনি তাঁর নামের পদবী বলেন ‘আজাদ’ যার অর্থ মুক্তি। লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে তিনি ১৯২৫ খ্রিষ্টাব্দে কাঁকড়ি রেল ডাকাতিতে অংশ নেন। ১৯২৮ খ্রিষ্টাব্দে লাহোরে জন পি সান্ড্রাস কে গুলি বিদ্ধ করেন। ১৯২৯ খ্রিষ্টাব্দে ভারতের ভাইসরয়ের ট্রেন আক্রমণ করেন। এলাহাবাদের এলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশ তাঁকে ঘিরে ফেলে। চলে এক ভয়ঙ্কর অসম লড়াই। দুইজন পুলিশ কর্তাকে আহত করে তাঁর বন্দুকের শেষ গুলিটা নিজের মাথায় মেরে তিনি শহিদ হন ২৭ ফেব্রুয়ারি ১৯৩১ খ্রিষ্টাব্দে।
আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের বীর সন্তান – চন্দ্র শেখর আজাদের জীবনের কথা। আসুন তাহলে আমরা তা জানি।
আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে।
Please Like, Comment and Share this Program for others to view.