"ও আমার দেশের মাটি তোমার 'পরে ঠেকাই মাথা"

"ও আমার দেশের মাটি তোমার 'পরে ঠেকাই মাথা"
আজ ১৫ই আগস্ট সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। 
স্বাধীনতার আজ ৭৮ বছর । কিন্তু আজও সেই মহান ব্যক্তিত্বদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কমেনি দেশবাসীর হৃদয়ে, যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন যাদের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এবং দেশের জন্য লড়াই করা সেই বীর সন্তানদের জানাই রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন 
তীর্থ বিশ্বাস 
দেবযানী ঘোষ 
লালটি দত্ত
শতরূপা চৌধুরী বল, শ্রীপর্ণা দাশ, জয়ন্তী ব্যানার্জি, সুজাতা কুম্ভকার, দেবলীনা অধিকারী, তানিস্কা মুখার্জি, অনুষ্কা মুখার্জি, সবিতা মণ্ডল, মৌমিতা দাশ, অদৃজা মিশ্র।
আবহ মিউজিক 
আরোণ চেন
সমগ্র অনুষ্ঠানটির পরিবেশনা, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেসা রোজারিও