কলকাতার চিঠি
কলকাতার চিঠি
শীতের হোক বা সপ্তাহান্তে বাঙালির অন্যতম সেরা গন্তব্য হল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর, বিশেষ করে ছাত্র-ছাত্রীরা। কেউ আসেন নেহাত বেড়ানোর আনন্দে, কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে আবার যারা উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করেন, তাঁদেরও খুব প্রিয় জায়গায় এই উদ্যান। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে পুরনো একটি গাছ রয়েছে এই উদ্যানটিতে!!
আসুন আজকের কলকাতার চিঠির আসরে সেই গাছটি সম্বন্ধে জানবো।
সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনা, পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।