বিশ্বের সর্বোচ্চ ইট দিয়ে নির্মিত মিনার– কলকাতার চিঠি

কুতুব মিনার ভারতের রাজধানী দিল্লী শহরের মহরৌলিতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ইট দিয়ে নির্মিত মিনারবিজয়ের স্মৃতি স্তম্ভ এই মিনার ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুব উদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে দিল্লি সুলতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে ১১৯৩ খ্রিষ্টাব্দে নির্মাণ শুরু হয়।

আসুন আজ এই কলকাতার চিঠি অনুষ্ঠানে আমরা পায়ে পায়ে ঘুরে আসি এই কুতুব মিনার থেকে।