উৎসবের আনন্দে বেতার অনুষ্ঠান - কলকাতার চিঠি

দেখতে দেখতে একটা বছর পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব – দুর্গাপুজো আগত। দেবীপক্ষ শুরু হয়ে গেছে গতকাল থেকে। দুর্গাপুজোর সূচনা তাই মহালয়ার দিনটি। আর এই মহালয়ার দিনটিকে অনন্য করে গেছেন এক বাঙালি। ৯২ বছর ধরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। বদলেছে বাঙালির জীবন। পছন্দ, ভালো লাগা মন্দ লাগা। কিন্তু আজও এই একটি বিষয়ে বাঙালি ভীষণ প্রাচীনপন্থী।

অদ্বিতীয় রয়ে গেছে সারা বিশ্বের মধ্যে বেতারের একটি মাত্র অনুষ্ঠান যা মানুষ এখনও সমান আগ্রহে বেতার থেকে শুনে থাকেন ওই দিন। যা সৃষ্টি  হয়েছিল এই কলকাতার বুকে - আকাশবাণী ভবন, ১ নং গার্স্টিন প্লেস থেকে।

আসুন এই বছরের দুর্গা পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান – ‘উৎসবের আনন্দে বেতার অনুষ্ঠান’ এই ‘কলকাতার চিঠি’ অনুষ্ঠানে শুনি এবং দেখি।