জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা বিষয়ক পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ নামক সর্বজনীন পত্রটির ১০ম বার্ষিকী উপলেক্ষে ভাটিকানে সমন্বিত মানব উন্নয়ন নামক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর ২৪ থেকে ৩১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা করা হয়।
তোমরা সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছ সেই কথা তোমরা সবসময় মনে রাখবে। তোমাদের কাজ হবে মন্ডলীর হয়ে মঙ্গলবাণী ঘোষণা করা, প্রার্থনা করা নিজেদের জন্য এবং ঐশজনগণের জন্য; যাতে ঈশ্বরের সাথে ও তাঁর সান্নিধ্যে তোমরা বাস করতে পারো।