অনুচিন্তন
অনুচিন্তন
একটা বছর শেষের প্রায় দোর গোড়ায় এসে আমরা দাঁড়িয়ে আছি আরেকটা নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায়। তবে, এই নতুন বছরে প্রবেশ করার আগে একটু ভাবে দেখি যে আমাদের কোনো কাজ অসমাপ্ত পরে রইলো না তো!! এমন কোনো কাজ যা আমরা পরে করব বলে ভুলে গিয়েছি। আসুন সেই ভুলে যাওয়া কাজগুলো সম্পূর্ণ করে একটি নতুন বছরকে নতুনভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক।