অনুচিন্তন – বিষয় – মা

আমরা মানুষ। মানুষ ভাবনা-চিন্তা ছাড়া থাকতে পারে না। সারাদিনে আমরা চলতে, ফিরতে, কাজ করতে করতে কত কিছুই না আমরা চিন্তা করে থাকি। বলতে দ্বিধা নেই আমাদের সব ভাবনা-চিন্তা যে ভালো বা হিতকর তা কিন্তু নয়। আমাদের ভেতরে আছে অবচেতন মন। আমরা যা যা ভাবনা-চিন্তা করি তা কিন্তু আমাদের অলক্ষ্যে গিয়ে জমা হয় এই অবচেতন মনে। আর ভবিষ্যতে কোন না কোন দিন তা আমাদের ব্যবহারে, কাজে, স্বভাবে প্রকাশ পেয়ে যায়। আমাদের তাই উচিৎ প্রতি মাসে কটা দিন একটু সময় করে আমরা ভালো কিছু কথা শুনি, বিচার করি এবং ভাবি যাকে এক কথায় বলা যায় ‘অনুচিন্তন’ করি।

আপনি এই পৃথিবীতে আসার অনেক আগে যিনি আপনাকে ভালো বেসেছেন, রক্ষা করেছেন, নিজেকে ছিঁড়ে ফেলেছেন আপনাকে পৃথিবীতে আনতে - তিনি আপনার ‘মা’। শুধু তাই নয় আপনি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যিনি আপনার শুধু ভালোই চেয়ে গেছেন, যুদ্ধ করেছেন সব বিপদ থেকে, যিনি আপনার জন্য প্রতি মুহূর্তে প্রার্থনা করেছেন – তিনি আপনার ‘মা’। আপনি কি কখনো তাঁর চোখের ভেতর চেয়ে দেখেছেন?

আজ আসুন এই অনুচিন্তন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ‘মা’ কে স্মরণ, মনন করি এবং শ্রদ্ধা জানাই।