অনুচিন্তন
অনুচিন্তন
মনুষ্য চরিত্রের একটি বিশেষ ও শ্রেষ্ঠ গুন হল ক্ষমা। কোন কোন মানুষ সহজে ক্ষমা করতে ও নিজে ক্ষমা চাইতে পারে। আবার কেউ কেউ মৃত্যু পর্যন্ত ক্ষমা করতে বা ক্ষমা চাইতে পারে না। কিন্তু যীশু আমাদের তাঁর জীবন দিয়ে শিখিয়ে গেছেন, সবাইকে ক্ষমা করতে।
আসুন আজকে একটু চিন্তা করি যে আমরা কি অন্যদের ক্ষমা করতে পারি নাকি এই ক্ষমা না করার মধ্যে দিয়ে যীশুকে পুনরায় সেই একই কষ্ট, একই যন্ত্রণা একই অপমান সহ্য করতে দিতে চাই।
আমরা কি যীশুকে সত্যিই ভালোবাসি! আমরা কি আমাদের ভাই মানুষদের ভালবাসি! আমরা কি অন্যদের ক্ষমা করতে পারি ঠিক যেমন যীশু আমাদের ক্ষমা করেছেন!!