অনুচিন্তন
অনুচিন্তন
প্রার্থনা কি এই বিষয়ে আপনি কি মনে করেন!! শুধুমাত্র নিয়ম বা গতানুগতিক কিছু কথা উচ্চারণ করা।
নাকি নিঃস্বার্থভাবে যে আপনাকে ভালোবাসে সেই প্রিয়জনের সাথে একান্তভাবে কথোপকথন।
আসুন আজকে আমরা একটু চিন্তা করি যে কিভাবে একান্তভাবে কথা বলার মধ্যে দিয়ে আমরা আমাদের অন্তরের প্রার্থনা ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি এবং এই তপস্যা কালকে যথার্থ অর্থে পালন করতে পারি।
আপনাদের প্রত্যেকের এই তপস্যা কাল প্রার্থনা ময় হয়ে উঠুক, ঈশ্বরের সাথে একাত্ম হয়ে উঠুক 🙏