প্রতিষ্ঠানটির মূল শিক্ষা দর্শন হলো “কুরা পারসোনালিস”, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত এবং যত্নশীল নজর দেওয়া। পাশাপাশি জেসুইট শিক্ষার মূলনীতি “ম্যাজিস” অর্থাৎ উৎকর্ষের পথে অগ্রসর হওয়া এর আলোকে শিক্ষার্থীদের মেধা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে কাজ করবে এই প্রতিষ্ঠান।