সংবাদ বিশ্ব যুব ক্রুশ চট্টগ্রামে “ঈশ্বরের ভালোবাসার সাক্ষ্যে এক ঐতিহাসিক যাত্রা” বিশ্ব যুব ক্রুশ অতি সাধারণ একটি কাঠের ক্রুশ। ১৯৮৩ খ্রিস্টাব্দে পরিত্রাণের পূণ্যবর্ষ উপলক্ষ্যে পোপ দ্বিতীয় জন পল এটি প্রথম স্থাপন করেন রোমে অবস্থিত সাধু পিতরের মহামন্দিরে।