সংবাদ সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো শিশু দিবস আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই ভবিষ্যতে পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশ সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
সংবাদ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে তালবীজ রোপণ পুণ্যপিতা ফ্রান্সিস প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সৃষ্টি উদযাপনকাল হিসাবে ঘোষণা করেছেন। আর এরই ধারাবাহিকতায় এই তালবীজ রোপণ অভিযান অনুষ্ঠিত হচ্ছে।
মালয়েশিয়ার কার্ডিনাল ও অস্ট্রেলিয়ান আর্চবিশপের আহ্বান: আমাদের পরিবার প্রয়োজন, আমাদের সন্তান প্রয়োজন