রবিবাসরীয় ও ভাষ্য - পুনরুত্থান রবিবার
পুনরুত্থান কি?
পুনরুত্থান হচ্ছে নতুন জীবন আর যার ভিত্তি হচ্ছে ভালবাস, আস্থা, এবং এই ভালবাসাকে উপলব্ধি করা। কারণ খ্রিস্ট জীবিত, জাগ্রত এবং শাশ্বত। তিনি জীবিতদের মধ্যে আছেন এবং থাকবেন। যদিও যীশু ক্রুশ থেকে বলেছেন – ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছো? কিন্তু ঈশ্বর তাঁকে পরিত্যাগ করেননি, তবে এই ক্রুশের মাধ্যমেই ঈশ্বর তাঁর ভালবাসার বিজয় ঘটিয়েছেন কারণ “সমাধি শুন্য”। এই প্রকৃত ভালবাসাই সমাধি শুন্য করেছে; মৃত্যু পরাভূত, মৃত্যুর শৃঙ্খল যীশুকে বেঁধে রাখতে পারেনি।
তাই আসুন শুধু এই ভালবাসার উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ না থাকি বরং এই উপলব্ধির মধ্য দিয়ে নিজেই অন্যের জীবনে পুনরুত্থান হয়ে উঠি।
আজকের এই অনুষ্ঠানে সহযোগি করেছেন ফাদার প্রবাস রোজারিও, এসজে
নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/
এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter: https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla