পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে, কলকাতার ‘দা ক্যাথিড্রাল অফ দা মোস্ট হোলি রোজারি’, বড়বাজারের, ‘দা নলেজ ট্রি স্কুলের’ শিশুরা সমবেতভাবে প্রার্থনা জানালো পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের সুস্থতা কামনা করে।

এই বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন শিক্ষিকা, মিসেস স্যান্ড্রা। এই বিশেষ প্রার্থনা সভাটি আয়োজন করে রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের, কলকাতা দপ্তর।

অনুষ্ঠানটি রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের facebook Live থেকে গৃহীত।

#rvapastoralcare #RVA #RVA_BengaliService #BRBC #Atanu_Das #Teresa_Rosario