লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান উৎসব

লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী  ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব।

এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে হলি ক্রস ব্রাদারদের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস্ গমেজ, সিএসসি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকাগোর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির গ্রাহাম স্কুল অব ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ডিন জিএনএ-এর চেয়ারম্যান . ফয়সাল এম. রহমান, গেস্ট অনার ফাদার কমল কোড়াইয়া, গভনিং বডির চেয়ারম্যান বিশেষ অতিথি লেকচার পাবলিকেশন লিমিটেডের বিক্রয় বিপণন ব্যবস্থাপক নিজাম আহমেদ।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।

জাতীয় বিজ্ঞান উৎসবে অংশগ্রহনকারীগন

এই  তিন দিনব্যাপী ৬৮তম বার্ষিক ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে অংশ নেয়।

জাতীয় বিজ্ঞান উৎসবে ছিল অলিম্পিয়াড, দুই ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট, বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন, গেম ইভেন্ট, হান্ট দ্য পিরিয়ডিক টেবিল এবং মিউজিয়াম স্পেসিমেন্ট আইডেন্টিফিকেশন। 

গত রবিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সেন্ট গ্রেগরী ১৯৬০ সালে প্রথম বিজ্ঞান উৎসব শুরু করে। বিজ্ঞান উৎসব বা আয়োজন এক বিশাল মহোৎসব, যেন বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার এক বিশাল দিগন্ত। যা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলবে। - নিজস্ব সংবাদাতা