সেন্ট্ যোসেফ হোমে অসহায় বৃদ্ধ – বৃদ্ধাদের সাহায্যার্থে আনন্দমেলার আয়োজন
বিগত ১লা ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, লিটল্ সিস্টার্স অফ্ দ্য পুওর সংঘ পরিচালিত কলকাতার এ , জে, সি, বোস রোডে অবস্থিত সেন্ট্ যোসেফ হোমের আবাসিক অসহায় বৃদ্ধ – বৃদ্ধাদের সাহায্যার্থে একদিবসীয় আনন্দ মেলার আয়োজন করা হয়।
প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকেরা একত্রিত হয়ে একটি আনন্দমেলার আয়োজন করেন। এই বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ ভাবে ডোনেশন বা অনুদানের মাধ্যমে চালিত হয়। সেই উদ্দেশ্যকে পাথেয় করে, কিছু আর্থিক অনুদান সংগ্রহের উদ্দেশ্যে এই আনন্দ মেলার আয়োজন করা হয়।
এবছর ১লা ডিসেম্বরে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এই মেলায় নানা ধরনের খেলার স্টল দিয়েছিল সঙ্গে ছিল নানা উপহার। বিভিন্ন সংস্থা থেকে খাবারের স্টল দেওয়া হয়। ছিল বইয়ের স্টল, লাকি ড্র, ট্রেজার আইল্যান্ড, নানা ধরনের গাছের স্টল, আসবাবপত্রের স্টল, কিছু হস্তশিল্প যা এই হোমের বৃদ্ধ বৃদ্ধারা নিজের হাতে তৈরি করেছিলেন। ছিল 'জাম্বেল সেল্' অর্থাৎ পুরানো কাপড়ের স্টল।
এই সবকিছুই কুপনের সাহায্যে কিনতে হয়। সেখানে ১০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি, কোট - প্যান্ট, বিভিন্ন রকমের জামা, গরম জামা ইত্যাদি বিক্রি করা হয়। এই স্টলের দায়িত্ব কিছু স্বেচ্ছাসেবকেরা নিয়েছিলেন। এই 'জাম্বেল সেল্' স্টলেই শুধু মাত্র টাকার বিনিময়ে কাপড় কিনতে হয়। স্টলের একজন স্বেচ্ছাসেবক শ্রীরতন গমেজ বলেন “দীর্ঘ ২৪ বছর আমি এই কাজের সাথে যুক্ত আছি। এই কাজ করে অদ্ভুত এক মানসিক শান্তি পাই।“
এবছর 'জাম্বেল সেল্' স্টল থেকেই শুধু মাত্র ১ লাখ ২০ হাজার টাকার কাপড় বিক্রি করা হয়। এই মেলায় যত স্টল থাকে তাদের কেনাবেচার সমস্ত অর্থ আবাসিকদের সাহায্যার্থে এই সেন্ট যোসেফ হোমে দান করা হয়।
নাচ-গানের মাধ্যমে আট থেকে আশি সকলেই এই আনন্দ মেলার অংশ হয়ে ওঠে। প্রতিবেদন – রতন গমেজ