লক্ষীকুল ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় যুব দিবসের ক্রুশ স্থাপন
গত ১৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের আন্তর্গত সাধু জন বস্কো কাথলিক ধর্মপল্লী লক্ষীকুলে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়।
এই আনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ ও সেক্রেটারী বেনেডিক্ট তুষার বিশ্বাস সহ কমিশনের কয়েকজন এনিমেটর এবং ধর্মপল্লীর যুবক-যুবতী ও খ্রিস্টভক্তগণ।
সাক্রমেন্তিয় আরাধনার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। ধর্মপল্লীর খ্রিস্টভক্তের উপস্থিতিতে যুব ক্রুশের শোভাযাত্রা করে গির্জাঘরে আনা হয় এবং স্থাপন করা হয়।
যুব দিবসের ক্রুশ স্থাপন কালে ফাদার এমিল এক্কা বলেন, “আমরা অনেক ভাগ্যবান যে যুব প্রাণের উৎসব যুব দিবস পালনের জন্য ধর্মপ্রদেশ আমাদের এ ধর্মপল্লীকে বেছে নিয়েছেন; আশা করছি এ ক্রুশের সংস্পর্শে এসে আমাদের যুবারা নতুন চেতনা ও উদ্দিপনা লাভ করবে।”
পরে ফাদার শ্যামল জেমস গমেজ সকলকে শুভেচ্ছা জানিয়ে যুব ক্রুশ ও যুব দিবসের মাহাত্ত্ব সবার মাঝে তুলে ধরেন।
এরপরে ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার এমিল এক্কা সকলকে যুব প্রতিজ্ঞা পাঠ করান এবং শেষ আর্শিবাদ ও ফাদার শ্যামল জেমস গমেজের পবিত্র খ্রিস্টযাগ উৎস্বর্গের মধ্য দিয়ে ক্রুশ স্থাপন অনুষ্ঠানটি শেষ হয়। - বেনেডিক্ট তুষার বিশ্বাস।