রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল তিন দিনের নির্জন ধ্যান প্রার্থনা
বিগত ১৫, ১৬ এবং ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জার পালকীয় পরিষদের আয়োজনে রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী নির্জন ধ্যান প্রার্থনা।
সকাল নয় ঘটিকা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত ফাদার জর্জ আরাক্কেলের পরিচালনায় এই নির্জন ধ্যান প্রার্থনা অনুষ্ঠিত হয় ।
১৫ই নভেম্বর সকাল নয় ঘটিকায় ফাদার জর্জকে সংবর্ধনা ও বরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে মহাশয় এছাড়াও অন্যান্য পুরোহিত, ব্রাদারগণ ও সিস্টারগণ ।
তিন দিনব্যাপী এই নির্জন ধ্যান প্রার্থনায় বিভিন্ন প্রান্ত থেকে অগণিত খ্রিস্ট ভক্ত সামিল হন। রাঘবপুর ধর্মপল্লীর পার্শ্ববর্তী ধর্মপল্লী গুলি ছাড়াও জাতি, ধর্ম নির্বিশেষে সকলে তাদের গভীর বিশ্বাস নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নির্জন ধ্যান, আরাধনা, খ্রীষ্টযাগ, বিশেষ আশীর্বাদ প্রদান এবং প্রার্থনা সভায় মানুষের সাক্ষ্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সার্থকতা লাভ করে।
দূর দূরান্ত থেকে মানুষের আসার একমাত্র উদ্দেশ্য ছিল দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করা, পারিবারিক শান্তি লাভ, প্রভু যীশুর মহিমা ও করুণা লাভ করা এবং সর্বোপরি আগমন কালের জন্য নিজেদের আধ্যাত্মিক বোধ জাগিয়ে তোলা। -তন্ময় মন্ডল