পীরগাছা ধর্মপল্লীর জয়নাগাছাতে মহান সাধু আন্তনীর পর্ব উদযাপন
গত ৩১ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ ময়মনসিংহ ধর্মপ্রদেশের পীরগাছা ধর্মপল্লীর অর্ন্তগত জয়নাগাছা গ্রামে মহাসমারোহে পালিত হলো মহান সাধু আন্তনীর পর্ব দিবস ।
এই পর্ব দিবস উপলক্ষ্যে আধ্যাত্নিক প্রস্তুতি স্বরুপ নয় দিনের নভেনার খ্রিস্টযাগে বিভিন্ন মুলভাবের উপর বেশ কয়েকজন ফাদার সাধু আন্তনীর বিভিন্ন গুনাবলী গুলো প্রার্থনাপূর্ন ভাবে সহভাগিতা করেন।
বিশেষভাবে উল্লেখ্য যে নভেনার নবম দিনে খ্রিস্টযাগের পরে নিরাময় অনুষ্ঠান, জপমালা প্রার্থনা এর্ং আলোর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দুরান্ত থেকে অনেক খ্রিস্টভক্ত এই নিরাময় অনুষ্ঠানে গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে আরোগ্য লাভের আশায় অংশগ্রহণ করেন।
পর্ববীয় খ্রিষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি । তিনি তার উপদেশে বলেন সাধুগণ আমাদের জীবনের জন্য আদর্শ সরুপ। তাদের জীবনাচরণ দিয়ে তারা ঈশ্বরের মঙ্গলবাণী প্রচার করে গেছেন।তাদের প্রচার এবং কাজ আমাদের প্রত্যেককে তাদের সানিধ্যে লাভ করতে এবং তাদের স্মরণ করতে অনুপ্রেরণা যোগায়।
সাধু আন্তনী ও এমন একজন সাধু যিনি তার কর্মের মধ্য দিয়ে ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগবন্ধনকারী হয়ে উঠেছেন । কারন তার মধ্যস্থতায আমরা ঈম্বরের বিশেষ অনুগ্রহ আমাদের জীবনে আমরা লাভ করি বলেন- বিশপ পনেন পল কুবি ।
খ্রিষ্টযাগে অংশগ্রহণকারী অপূর্ব দ্রং বলেন বেশ কয়েক বছর ধরেই জয়নাগাছা গ্রামে সাধু আন্তনীর পর্ব উদযাপিত হয়ে আসছে । প্রতি বছরই আসি এইবারও আসার সুযোগ হলো তাই অনেক ভালো লাগলো। সাধুর কাছে আর্শীবাদ চাই আমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে তা থেকে যেন আমরা সমাধান করতে পারি। হাজার মানুষের উপস্থিতে খুব সুন্দর ভাবে এই পর্বটি উদযাপিত হলো ।
উল্লেখ্য পবিত্র এই খ্রিষ্টযাগে ১৩ জন পুরোহিত, ৩০ জন সিস্টার, শতাধিক সেমিনারীয়ান এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ৬ হাজার খ্রিষ্টভক্ত এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। সংবাদ- ফাদার রোবল বিশ্বাস সিএসসি