কারিতাস বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

থাই চি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো কারিতাস বাংলাদেশ ও কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গত ১৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রাজধানীর বিজয় স্মরণীতে থাই চি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো কারিতাস বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্টান।

কৃষি তথ্য সরবরাহের লক্ষে ক্যাথলিক বিশপদের সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সংস্থা কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 এই স্মারক স্বাক্ষর করেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়।

সুনামগঞ্জ জেলার হাওর (জলাভূমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল (ইএলএসআরপি) প্রকল্প বাস্তবায়নের জন্য দুইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

কারিতাস বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্টান

 কারিতাস বাংলাদেশের ইকলজিক্যাল কনর্জাভেশন এন্ড ফুড সিকিউরিটি সেক্টরের প্রধান ড. আরোক টপ্যর সঞ্চালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) মি. রিমি সুবাস দাশ, পরিচালক (কর্মসূচি) মি. দাউদ জীবন দাশ এবং এআইএস’র উধ্বর্তন কর্মকর্তাগণ।

এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও ধর্মপাশা উপ-জেলার দরিদ্র এবং বিশেষ করে দরিদ্র বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রারমানের উন্নতিসাধনে ভূমিকা রাখা।

প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ৮০টি গ্রামের ৮,০০০ প্রান্তিক এবং দরিদ্র পরিবার বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সহনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের আয়ের সুযোগ, উন্নত স্যানিটেশন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা।

কারিতাসের নির্বাহী পরিচালক স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের সাথে যেসব কৃষক যুক্ত আছেন তারা কৃষি তথ্য সার্ভিসের সেবা পাবেন। তারা নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করবেন।”

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক তাদের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রান্তিক কৃষকদের তথ্য সেবা দিলে কৃষকরা আরো বেশি ফসল উৎপাদন করতে পারবেন এবং দেশের পুষ্টি চাহিদা পূরণ হবে।”

প্রসঙ্গত, কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের পক্ষে মিডিয়া ফোকাল পয়েন্ট হিসেবে কৃষি উন্নয়নমূলক প্রচার-প্রচারণার কাজটি করে থাকে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থার চাহিদানুয়ায়ী মুদ্রণ সামগ্রী প্রকাশ, ভিডিও সামগ্রী নির্মাণ ও প্রচারের দায়িত্ব পালন করে থাকে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্টান

এছাড়া কৃষি কল সেন্টারের মধ্য দিয়ে কৃষকগণ সরাসরি কৃষি বিশেষজ্ঞদের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দিতে কাজ করে। দেশের যে কোনে প্রান্ত থেকে যে কোনো মোবাইল থেকে মাত্র ২৫ পয়সা মিনিট হারে কল করতে পারেন ১৬১২৩ নম্বরে।

এছাড়া ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, কমিউনিটি রেডিও, কৃষি ভিডিও চিত্র, ই-বুকসহ বিভিন্নভাবে কৃষকদের কৃষি কাজে উন্নয়নের জন্য কাজ করে এই সংস্থাটি।

অন্যদিকে, কারিতাস এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে কর্মএলাকায় প্রান্তিক এবং দরিদ্র পরিবারগুলি সংগঠিত করবে এবং তারা সরকারি সুযোগ-সুবিধাদি ও পণ্য বাজারজাতকরণে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করবে।

এছাড়া প্রাান্তিক এবং দরিদ্র লক্ষিত পরিবারগুলিকে জলবাযু-সহনশীল এবং পরিবেশ-প্রতিবেশগত কৃষি চর্চা এবং উন্নত পদ্ধতি অনুশীলন করে পশুপালন করতে সাহায্য করবে। - কারিতাস ইনফরমেশন ডেস্ক