মথুরাপুর ধর্মপল্লীতে উদযাপিত হল বিশ্ব আহ্বান দিবস
গত ২১ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ, মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লীতে মহাসমারোহে উদযাপন করা হলো বিশ্ব আহ্বান দিবস।
এবারের বিশ্ব আহ্বান দিবসের মূলসুর ছিল, “প্রত্যাশার বীজ বপনে ও শান্তি প্রতিষ্ঠায় খ্রীষ্টীয় আহ্বান”। এতে ধর্মপল্লীর হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ১২২জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করেন।
পবিএ খ্রীষ্টযাগের মধ্যদিয়ে বিশ্ব আহ্বান দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার শংকর ডমিনিক গমেজ। খ্রীষ্টযাগের পর অংশগ্রহণকারী ছেলে-মেয়েদের নিয়ে শুরু হয় দিনব্যাপী এই সেমিনার।
সেমিনারের শুরুতেই পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূলসুরের উপর বক্তব্য প্রদান করেন ফাদার শংকর ডমিনিক গমেজ।
অন্যদিকে ব্যক্তিগত জীবনাহ্বানের ইতিহাস সম্পর্কে সহভাগিতা করেন যথাক্রমে ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টার মেরী খ্রীষ্টেল, এসএমআরএ ও রিজেন্ট নয়ন পালমা।
পারিবারিক জীবনাহ্বান সম্পর্কে সহভাগিতা করেন যোসেফ পালমা। পরিশেষে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর, মূল্যায়ন, ধন্যবাদ বক্তব্যের মধ্যদিয়ে বিশ্ব আহ্বান দিবসের সমাপ্ত ঘোষনা করা হয়।- রিজেন্ট নয়ন পালমা