রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো ৭জন ডিকনের যাজকীয় অভিষেক অনুষ্ঠান
গত ২১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান।
এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর সাতজন ডিকন বিশপ জের্ভাস রোজারিও কতৃক যাজকীয় অভিষেক লাভ করেন। উল্লেখ্য পূর্বের দিন সন্ধ্যায় ডিকনদের আদিবাসী কৃষ্টিতে বরণ, তাদের মঙ্গলকামনায় পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠান করা হয়।
নবঅভিষিক্ত যাজকগণ হলেন ফাদার অনু যোয়াকিম গমেজ, ফাদার নয়ন যোসেফ গমেজ, সিএসসি, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু, ফাদার মাইকেল হেম্ব্রম,ফাদার উজ্জল গমেজ, ফাদার সনেট থিওটেনিয়াস কস্তা, ফাদার আলবার্ট ক্রুশ।
পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে যাজকাভিষেক অনুষ্ঠান শুরু হয়। খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও এবং সাথে ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইন্মানুয়েল কে রোজারিও। এছাড়াও যাজকীয় অভিষেক অনুষ্ঠানের খ্রিস্টযাগে ৬৮জন যাজক, ৩৮ জন সিস্টার, ৯ জন ব্রাদার সহ প্রায় ১৫০০জনের বেশি খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
বিশপ জের্ভাস রোজারিও তার উপদেশ বাণীতে বলেন, “আজ আমাদের ধর্মপ্রদেশের জন্য সত্যিই আনন্দের কারণ আজ সাতজন ডিকন খ্রিষ্টের যাজকত্বের অংশীদারি হবে। তারা মেল্কিসিদেকের রীতি অনুসারে চিরকালীন যাজকত্বে অংশী হতে যাচ্ছ।”
“একজন যাজক হিসেবে তোমাদের প্রধান কাজ হবে খ্রিষ্টভক্তদের যত্ন নেওয়া ও তাদের ভালবাসা। তোমাদের প্রতিদিন যাজক হয়ে উঠতে হবে আর তাই প্রতিদিন সকালে উঠে প্রাত্যহিক প্রার্থনা করতে কখনো ভুলবে না। দিনের সকল ক্লান্ত ও কাজ শেষে ঈশ্বরকে ধন্যবাদ দিবে এবং শক্তি যাচনা করবে,” বলেন বিশপ রোজারিও।
বিশপ আরো বলেন, “একই সাথে তোমার খ্রিষ্টভক্তদের আধ্যাত্নিক যত্ন নিবে এবং তাদের পাপের জন্য ক্ষমা চাইবে। যাজকীয় জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু সেগুলো মোকাবিলা করে খ্রিষ্টের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।”
বিশপ ইন্মানুয়েল কানন রোজারিও বলেন, “আমি আজকে বিশেষভাবে অভিনন্দন জানাই নবঅভিষিক্ত যাজকদের কারণ তারা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছে। রাজশাহী ধর্মপ্রদেশ অনেক বেশি আশীর্বাদিত তোমাদের পেয়ে তাই আমি বরিশাল ধর্মপ্রদেশের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই।”
বনানী পবিত্র আত্না উচ্চ সেমিনারির পরিচালক ফাদার পল গমেজ বলেন, “জুবিলী বর্ষে সাতজন নতুন যাজক রাজশাহী ধর্মপ্রদেশের জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ। আনন্দের সংবাদ হলো এবছর বাংলাদেশ মন্ডলীতে বিভিন্ন সম্প্রাদায়ের মোট ২৬ জন নতুন যাজক হবেন। এটা ঈশ্বরের বিশেষ অনুগ্রহ কারণ তিনি মন্ডলীর কাজ চালিয়ে নিতে সহায়তা করেছেন।”
হলিক্রস সম্প্রাদয়ের সহকারী প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত গমেজ বলেন, “ নবঅভিষিক্ত যাজকদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবসময় খ্রিস্টভক্তদের ভালবাসতে চেষ্টা করবে তাহলে তারাও তোমাকে ভালবাসবে।”
নবঅভিষিক্ত যাজক মাইকেল হেম্ব্রম বলেন, “আজকের দিনে পিতা পরমেশ্বরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ আমরা অযোগ্য হওয়া সত্বেও তিনি তার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে ডেকেছেন। আজকের দিনে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা আজকের দিনে পৌঁছাতে নানাভাবে সাহায্য করেছেন। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
নবঅভিষিক্ত যাজক ফাদার সনেট কস্তার বাবা ও মা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের অনেক আনন্দ লাগছে কারণ আমাদের পরিবারের ছোট ছেলে ঈশ্বরের কাজে নিজেকে উৎসর্গ করেছে। বিশপ, ফাদার ও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সুন্দর অভিষেক অনুষ্ঠানের জন্য।” - লর্ড রোজারিও