কলকাতা মাদার হাউসে সাধ্বী মা তেরেসার জন্মজয়ন্তী উদযাপন
গত ২৬ অগস্ট ২০২৪, মিসনারিস অব চ্যারিটির ,রিপন স্ট্রীটের মাদার হাউসে বিপুল উদ্দীপনায় সাধ্বী মা তেরেসার জন্মজয়ন্তী উদযাপিত হল।
সকাল ৬ টায় পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।বিদেশ থেকে আগত একাধিক পুরোহিত একত্রে এই খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।পৌরহিত্য করেন কলকাতার মহা ধর্মপাল থমাস ডি'সুজা।সহযোগিতা করেন কলকাতা ভিকার ফঃ ডমিনিক গোমেস।
উপদেশে বিশপ মহোদয় মাদার তেরেসার জীবন এবং ভালবাসার কথা নানা ঘটনাবলীর মাধ্যমে উল্লেখ করেন।এই দিনটির আরেকটি গুরুত্ব হল ওই দিনটি কলকাতার মহা ধর্মপাল থমাস ডি'সুজার জন্মদিন থাকায় মহা সমারোহে মাদারের সমাধি স্থানে যুগল জন্মদিন পালিত হয়।
মাদার্স টুম্ব তথা সমাধি বেদীতে জন্মদিনের কেক কাটা হয়। মিসনারিস অব চ্যারিটির সুপীরীয়র উপস্থিত সকলের সামনে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
একই দিনে সকাল ৯ টায় কলকতা আর্চ বিশপ হাউসে মাদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিশপ মহোদয়।সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে মাদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ডায়াসিসের অন্যান্য পুরোহিত,সিস্টার ,ভক্ত ও কর্মীবৃন্দগণ। প্রতিবেদন – চন্দনা রোজারিও।