মালিয়াপোতা ধর্মপল্লীর ৭৫তম জয়ন্তী উদযাপন ও আশার তীর্থযাত্রার প্রস্তুতি

বিগত ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ,  খ্রীষ্ট জয়ন্তী ২০২৫ এর প্রতিপাদ্য বিষয়  “আশার তীর্থযাত্রীএই প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করে মালিয়াপোতা ধর্মপল্লীর ৭৫ বছর জয়ন্তী উদযাপনের প্রস্তুতি স্বরূপ পুনরুত্থিত যীশুর মূর্তি নিয়ে পাড়া পরিক্রমা করা হয়

মালিয়াপোতা ধর্মপল্লী আনন্দের সাথে তার ৭৫তম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, যা এই ধর্মপল্লীবাসীদের কাছে তাদের আধ্যাত্মিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদযাপন “আশার তীর্থযাত্রা” থিমের উপর ভিত্তি করে তাদের বিশ্বাস, ঐক্য এবং পুনর্নবীকরণের প্রতি প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করছে। বর্তমানে উদযাপনের প্রস্তুতি জোরকদমে চলছে, যাতে প্রত্যেক ধর্মপল্লীবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

গত বছর নভেম্বর মাসে, কৃষ্ণনগর ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ নির্মল গোমেজ প্রভু যীশুর পুনরুত্থান মূর্তি উন্মোচন করেন, যা পুনর্নবীকরণ এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে পরিচিত। এই মূর্তি সকল খ্রীষ্টভক্তের কাছে বিশ্বাসের তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে এবং ধর্মপল্লীবাসীদের প্রার্থনার প্রতি আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করছে।

এই জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে, মূর্তিটি মালিয়াপোতা ধর্মপল্লীর প্রতিটি পাড়া ও উপকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

               •  কীর্তন ও প্রার্থনার মাধ্যমে এই তীর্থযাত্রা প্রতিটি পরিবারের জন্য আধ্যাত্মিক আশীর্বাদ হয়ে উঠছে।

               •  ইতোমধ্যে মূর্তির তীর্থযাত্রা শুরু হয়েছে এবং এটি সুন্দরভাবে এগিয়ে চলছে।

               •  আগামী সপ্তাহে মূর্তিটি ধর্মপল্লীর বিভিন্ন গ্রামে পরিদর্শন করানো হবে, যাতে প্রতিটি পরিবার এর আশীর্বাদ গ্রহণ করতে পারে।

               • পরিক্রমার শেষ দিনে প্রতিটি পাড়া ও উপকেন্দ্রে ভোজভাতা (ফেলোশিপ মিল) অনুষ্ঠিত হবে, যা ধর্মপল্লীর সকল সদস্যের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলবে।

এই বছর ধর্মপল্লীর পক্ষ থেকে বিভিন্ন বিশেষ কার্যক্রম থাকবে, যা ৭৫তম জয়ন্তী উদযাপনকে আরও অর্থবহ করে তুলবে। এর মধ্যে উল্লেখযোগ্য:

               • আধ্যাত্মিক রিট্রিট ও সেমিনার, যা ধর্মপল্লীবাসীদের বিশ্বাসকে আরও গভীর করবে।

               • যুব সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।

               • দাতব্য কার্যক্রম ও সেবামূলক উদ্যোগ, যাতে তাদের খ্রিস্টের ভালোবাসা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারে।

               • বিশেষ ইউক্যারিস্টিক অনুষ্ঠান ও প্রার্থনা সভা যা সারা বছর চলবে।

               • তীর্থযাত্রা ও ধর্মীয় শোভাযাত্রা, যা তাদের আধ্যাত্মিক জীবনের পথচলাকে আরও দৃঢ় করবে।

মালিয়াপোতা ধর্মপল্লীর ৭৫তম জয়ন্তী শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আত্মিক পুনর্জাগরণ, ঐক্য ও সেবার এক সুবর্ণ সুযোগ। প্রভু যীশুর পুনরুত্থান মূর্তির তীর্থযাত্রা ধর্মপল্লীবাসীদের বিশ্বাসকে আরও মজবুত করে তুলবে এবং আশার বার্তা ছড়িয়ে দেবে

বছরব্যাপী বিভিন্ন বিশেষ কর্মসূচির মাধ্যমে, এই উদযাপন নিঃসন্দেহে একটি অর্থবহ ও স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। মালিয়াপোতা ধর্মপল্লীবাসীদের লক্ষ্য ও উদ্দেশ্য হল আশার তীর্থযাত্রা অব্যাহত রাখা, পরিপূর্ণ ভক্তি ও কৃতজ্ঞতা নিয়ে খ্রিস্টীয় বিশ্বাসের ৭৫ বছরের এই যাত্রাকে মহিমান্বিত করা!

প্রতিবেদন - শুভঙ্কর সরকার