বাগেরহাট জেলায় ন্যায় ও শান্তি বিষয়ক আন্তঃধর্মীয় সেমিনার
গত ০৮ নভেম্বর ২০২৪ খিষ্টাব্দ খুলনা ধর্মপ্রদেশে ফাতেমা রাণী ধর্মপল্লী, বাগেরহাটে, বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন- সিবিসিবি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় অনুষ্ঠিত হলো“জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা”বিষয়ক সেমিনার
উক্ত এই সেমিনারে বাগেরহাট জেলার অন্তর্গত বিভিন্ন মসজিদ, মন্দির ও খ্রিস্টমণ্ডলীর প্রতিনিধি, ফাদার, সিস্টার, শিক্ষক-শিক্ষিকা, যুবক-যুবতী ও সামাজিক নেতৃবৃন্দসহ মোট ৭০জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সিস্টার সিম্মি পালমা আরএনডিএম এর প্রার্থনা এবং স্থানীয় পাল-পুরোহিত ফাদার ডমিনিক হালদার শুভেচ্ছা বক্তব্যে সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন।
বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারি ফাদার লিটন এইচ গমেজ সিএসসি সেমিনারের প্রতিপাদ্য বিষয়- জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা : চ্যালেঞ্জ, কারণ ও করনীয় এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন- মাবনজীবন সৃষ্টিকর্তার সাথে, অপর মানুষের সাথে এবং সৃষ্টির সাথে সর্ম্পকযুক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
তিনি আরো বলেন ,পুন্য পিতা পোপ ফ্রান্সিস লাউদাতো সি সর্বজনীন পত্রে এই সর্ম্পকটি টিকিয়ে রাখতে ও যত্ন নিতে আমাদের আহ্বান করেছেন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিসেস শিউলী কস্তা সহভাগিতা করেন- সুরক্ষা সেবাকাজের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত সুফল সম্পর্কে। তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন পুরুষ-শাসিত এই সমাজে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে প্রত্যেকের ভূমিকা ও করনীয়।
সিস্টার মিতু লূর্দমেরী গমেজ আরএনডিএম, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে বুলিং ও র্যাগিং এর মতো সামাজিক অপরাধসমূহ প্রতিরোধ, প্রতিকার এবং অবসানের লক্ষ্যে সরকার কর্তৃক নীতিমালা-২০২৩ আলোকপাত করেন। বুলিং ও র্যাগিং প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও করনীয় বিষয়সমূহ আলোকপাত করেন।
উল্লেখ্য, সেমিনারটি সার্বিক সহযোগিতায় ছিলেন সাধু যোসেফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সি. সুকৃতি গ্রেগরী আরএনডিম ও সি. সুপর্ণা এসএমএসএম।
লাউদাতো সি মূভমেন্ট বাংলাদেশ কর্মসূচি হিসাবে মারীয়া পল্লীর প্রত্যেকটি পরিবারে, মাঠে, ভৈরব নদীর ধারে ও উন্মুক্ত আঙ্গিনায় গাছের চারা বিতরন ও বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতি-পরিবেশ সুরক্ষা রাখতে জনগণকে অনুপ্রানিত করা হয়।
পরিশেষে, উন্মুক্ত আলোচনা-সহভাগিতা ও পাল-পুরোহিত ফাদার ডমিনিক হালদারের ধন্যবাদ জ্ঞাপন এবং মধ্যাহ ভোজের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।