রক্ষাকারিনী মা মারীয়ার ধর্মপল্লী নবাই বটতলাতে প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ অনুষ্ঠান

গত ১২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রক্ষাকারিনী মা মারীয়ার ধর্মপল্লী নবাই বটতলাতে খ্রীষ্টভক্তদের উপস্থিতিতে প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ অনুষ্ঠান করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে, পিতা-মাতা ও খ্রীষ্টভক্তদের উপস্থিতিতে পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে ধর্মীপল্লীর বিভিন্ন গ্রামের মোট ৮৬ জন প্রার্থীকে প্রথম খ্রীষ্টপ্রসাদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের পূর্বে প্রার্থীগণ পাপ-স্বীকার সংস্কার গ্রহণ করে খ্রীষ্টপ্রসাদ গ্রহণের জন্য আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুত করেন।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন এবং বাণী সহভাগিতা করেন সহকারী পাল-পুরোহিত ফাদার লিংকন সামূয়েল কস্তা।
বাণী সহভাগিতায় ফাদার লিংকন বলেন, “সাতটি সাক্রামেন্তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্রামেন্ত হলো খ্রীষ্টপ্রসাদ। আজকের এই দিনে আমাদের ধর্মপল্লীর ৮৬ জন ছেলে মেয়ে প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন।”
“যীশু যেমন শিশুদের ভালবেসেছেন আমরাও যেন শিশুদের তেমনি ভালবাসি। খ্রীষ্টিয় জীবন সম্পর্কে যেন তাদেরকে শিক্ষা দিই। তারা যেন খ্রীষ্টপ্রসাদ সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারে। সেজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে”, বলেন ফাদার কস্তা ।
ফাদার লিংকন শিশুদের উদ্দেশ্য করে আরো বলেন, “আজকের এই দিনে তোমরা যে বিশ্বাস ও আকাঙ্খা নিয়ে যীশুকে খ্রীষ্টপ্রসাদের মাধ্যমে গ্রহণ করছ, সেই বিশ্বাস ও আকাঙ্খা যেন সারা জীবন ধরে রাখতে পার।”
পবিত্র খ্রীষ্টযাগে প্রার্থীরা উভয় আকারে যীশুর দেহ ও রক্ত গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন।
খ্রীষ্টযাগের শেষে প্রার্থীদের হাতে প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণের স্মারক চিহ্ন ও ক্রুশ উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রার্থীদের পিতা-মাতা ও ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত, সিস্টারগণ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে প্রার্থীদের জন্য প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন।
পবিত্র খ্রীষ্টপ্রাসাদ সংস্কারে যীশুকে প্রথম বারে মত গ্রহণ করে প্রার্থী আলো সরেন বলেন, “আজ আমি যীশুকে অন্তরে পেয়েছি, তাই আমি খুবই আনন্দিত, আজকে আমরা যারা প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করেছি আমাদের সকলে জন্য প্রার্থনা ও আশীর্বাদ করবেন, আমরা যেন সবর্দা পবিত্র অন্তর নিয়ে যীশুকে গ্রহণ করতে পারি।” - ফাদার লিংকন কস্তা