কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত মালিয়াপোতা ধর্মপল্লীর ৭৫ বছর পূর্তি: বালিউড়া গ্রামে পুনরুত্থিত যীশুর প্রতিমূর্তি নিয়ে পরিক্রমা

কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত মালিয়াপোতা ধর্মপল্লীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে বালিউড়া গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরছে পুনরুত্থিত যীশুর প্রতিমূর্তি।

বিগত ১০ মে ২০২৫ খ্রিস্টাব্দ,  মালিয়াপোতা ধর্মপল্লীর প্ল্যাটিনাম জুবিলি, অর্থাৎ ৭৫ বছর পূর্তিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে বালিউড়া গ্রামের ক্যাথলিক সম্প্রদায়। এই শুভক্ষন উপলক্ষে সম্প্রতি পুনরুত্থিত যীশুর প্রতিমূর্তি গ্রামের বিভিন্ন পাড়ায়, বাড়িতে বাড়িতে ঘোরানো হচ্ছে।

গ্রামের প্রত্যেক ক্যাথলিক পরিবারের বাড়িতে প্রতিমূর্তি পৌঁছালে শুরু হয় বিশেষ প্রার্থনা, স্তবগান এবং ধূপ-প্রদীপ জ্বালিয়ে সম্মান জানানোর অনুষ্ঠান। ছোটো বড়ো সকলেই অংশ নিচ্ছেন এই ধর্মীয় যাত্রায়। বাচ্চারা ফুল হাতে যীশুর প্রতিমূর্তিকে স্বাগত জানাচ্ছে, আর প্রবীণরা স্মৃতিচারণ করছেন ধর্মপল্লীর অতীত ইতিহাস।

স্থানীয় ক্যাথলিক গির্জার ক্যাটেকিষ্ট সুশান্ত মন্ডল জানান, “এই প্রতিমূর্তি যাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এটি হল পল্লীজীবনের ঐক্য এবং ঈশ্বরভক্তির প্রতীক। ৭৫ বছরের এই যাত্রা আমাদের বিশ্বাসের দৃঢ়তাকে আরও গভীর করে।”

গ্রামের মানুষজন এই যাত্রাকে উৎসবের রূপ দিয়েছেন। প্রতিটি পরিবার নিজ উদ্যোগে প্রতিমূর্তি আগমনের দিন বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে, ফুলে ফুলে সাজিয়ে তুলছে যীশুর পথ।

বালিউড়া ক্যাথলিক মন্ডলীর সদস্য রাজকুমার মন্ডল বলেন, “আমি ছোটোবেলায় এই ধর্মপল্লীর রূপান্তর দেখেছি। তখন আমরা হাতে গোনা কিছু মানুষ ছিলাম। আজকের এই মহোৎসব দেখে মনে হচ্ছে যেন ঈশ্বর নিজে আমাদের আশীর্বাদ করছেন।”

ধর্মপল্লীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫ বছরের এই জুবিলি বর্ষে আরো নানা কর্মসূচি নেওয়া হয়েছে — যেমন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যশিবির, ধর্মীয় সেমিনার, বাবা, মা এবং যুবক যুবতীদের পৃথক পৃথক সম্মেলন এবং বাৎসরিক খ্রীষ্টদেহোৎসব ও শোভাযাত্রা যা নভেম্বর মাসে ধর্মপল্লীর প্রধান গির্জা মালিয়াপোতায় অনুষ্ঠিত হবে।

এই অভিনব উদ্যোগ ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক বন্ধনকেও দৃঢ় করছে বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

 

প্রতিবেদন: সৈকত মন্ডল