কলকাতা ডিনারির বি ই সি সদস্য গণের জুবিলি ২০২৫ উদযাপন

গত রবিবার নভেম্বর ২০২৫, কলকাতা ডিনারির  ১৬ টি ধর্মপল্লী থেকে (বি সি) বেসিক এক্লেসিয়া কমিউনিটির সদস্যগণ পার্ক সার্কাস  ক্রাইস্ট দ্য কিং গির্জায় সাড়ম্বরে জুবিলি ২০২৫ উদযাপন করল।

পবিত্র মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল ৮টায় বাংলা, হিন্দি ও ইংরাজি এই মিশ্র ভাষায় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়। প্রবেশিকা নৃত্যের মাধ্যমে পুরোহিতগণকে বেদীতে বরণ করে নেওয়া হয়।

একাধিক পুরোহিত সম্মিলিতভাবে খ্রীষ্টযাগ উদযাপন করেন। কলকাতা ডিনারির ডিন এন্তনি পল, বি সি কমিশনের পরিচালক  : ডমিনিক গোমেস, ক্রাইস্ট দ্য কিং গির্জার পাল পুরোহিত : গ্রেগরি মন্টেরিও স্টেলা মারিস চার্চের পাল পুরোহিত। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন কলকাতার ডিন ফাদার এন্তনি পল।

খ্রীষ্টযাগ শেষ হতেই প্রধান বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা দিয়ে দিনের মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়।

চিরাচরিত  প্রথা মত পরস্পর সুসমাচারের বাণী আদান প্রদান, ভাব বিনিময়,আলাপ আলোচনা জলযোগের মধ্য দিয়েই সুন্দরএকটি সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়।

এরপর  চারটি ডিনারির প্রধান অ্যানিমেটরগণ তাদের রিপোর্ট পেশ করেন। শেষে সুসমাচারের বাণীর আধারে বাইবেল স্কিট অভিনয় করে দেখায়। 

সব শেষে ফাদার ডমিনিক সকলকে সুন্দর ভাবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য জুবিলি বর্ষের বি সি ডে উৎসাহের সঙ্গে পালন করার জন্য আন্তরিক অভিনন্দন  জানান। বিশেষ  ভাবে তাদের  প্রার্থনা, সেবাকর্ম, সাক্ষ্য দানের মধ্য দিয়েই মণ্ডলী তৃণমূল স্তর পর্যন্ত শক্তিশালী হচ্ছে যা খুবই প্রশংসনীয়, তিনি বলেন। প্রধান  অতিথি ফাদার গ্রেগরিকে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থেকে সবরকম সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের  অন্যতম আকর্ষণ ছিল সকলের জন্য মধ্যাহ্ন ভোজ। প্রতিবেদন – চন্দনা রোজারিও।