মহামান্য পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বের ক্যাথলিক মণ্ডলী শোকাহত

মহামান্য পোপ ফ্রান্সিস - ১৯৩৬ ২০২৫

ইস্টার মান্ডের সকালে পোপ ফ্রান্সিসের মৃত্যু সংবাদ  ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে গভীর শোকের ছায়া নেমে আসে।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ছিলেন রোমের বিশপ এবং ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীর প্রধান ধর্ম গুরু। পোপ ষোড়শ বেনেডিক্টের স্বেচ্ছা অবসরের পর ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি পোপ পদে অধিষ্ঠিত হন।

ভ্যাটিকান সূত্র অনুসারে কার্ডিনাল কেভিন ফ্যারেল এক বিবৃতিতে পোপ ফ্রান্সিসের মৃত্যু সংবাদ জানান। তিনি বলেন, "আমার প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ, গভীর  দুঃখের সাথে আমি জানাচ্ছি আজ রোমের স্থানীয় সময় সকাল ৭:৩৫ এ রোমের বিশপ ফ্রান্সিস চিরতরে পিতার গৃহে, অর্থাৎ পরলোক গমন করেছেন। তিনি তাঁর সারা জীবন ঈশ্বর ও তাঁর মণ্ডলীর জন্য উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন সুসমাচারের বাণীর প্রকৃত অর্থ বুঝে নিষ্ঠা ও সাহসিকতার সাথে জীবন যাপন করা, বিশ্বজনীন ভালোবাসা বিশেষভাবে দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি দায়বদ্ধ হওয়ার প্রচেষ্টা করার"।

বেশ কিছুদিন যাবৎ পোপ ফ্রান্সিস ব্রঙ্কাইটিস ও শ্বাস জনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

মহামান্য পোপ ফ্রান্সিস - ১৯৩৬ ২০২৫

ইস্টারের সন্ধ্যায় সেন্ট পিটারস স্কোয়েরের পর্যটক ও ভক্তমন্ডলীরদের সামনে পোপ ফ্রান্সিস দেখা দেন। প্রার্থনা করেন। স্বভাবতই পরের দিন সকালে পোপের মৃত্যু সংবাদে সেখানে শোকের ছায়া নেমে আসে।

ফ্রান্স থেকে আগত এক তরুণী পর্যটক, মারিয়া, সংবাদ মাধ্যমকে বলেন, "এই রকম ঘটনায় আমরা যদিও মর্মাহততবু এই সময়ে এখানে থাকতে পারা ভাগ্যের  ব্যাপার"।  পোপ মহোদয় খ্রীষ্ট বিশ্বাস বাড়ানোর জন্য তরুণদের বিশেষ ভাবে উৎসাহ প্রদান করেছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া আশা করা যাচ্ছে খুব শীঘ্র শুরু হবে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।